• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন |

খানসামায় নারী নির্যাতন বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “বৈষ্যমের বিরুদ্ধে জাগো-প্রতিরোধ করা, ঐক্য গড়” শ্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় সাইকেল র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ ফেব্রুয়ারি(বুধবার) সকালে উপজেলার গ্রামীন শহর পাকেরহাটস্থ আকবর আলী শাহ উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র‌্যালি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আংগারপাড়া ইউনিয়ন চত্তরে এসে শেষ হয়।
নিজেরা করি ও ভূমিহীন সমিতির আয়োজনে সাইকেল র‌্যালি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।এরপর আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ভূমিহীন নেত্রী জয়ন্তী রাণীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, নিজেরা করি রাজশাহী বিভাগীয় সংগঠক গৌতম দে সরকার, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, বিকাশের নির্বাহী পরিচালক নুরল হক, বিএসডিএ পাকেরহাট শাখার ব্যবস্থাপক সুস্মিতা শাহা, বীরমুক্তিযোদ্ধা বশির আহমেদ, ছাত্রীদের পক্ষে আয়শা সিদ্দিকা।

এছাড়াও উপস্থিত ছিলেন খানসামা অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক ধীমান দাস, ভূমিহীন সমিতির সদস্য ও কয়েকশত শিক্ষার্থীসহ এলাকার সুধী সমাজ।

উল্লেখ্য যে, এর পরে নারী নির্যাতন বিরোধী গণসংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ