• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন |

চীনে আইসক্রিমে করোনা পাওয়ার খবর মিলল

আন্তর্জাতিক ডেস্ক ।।  চীনের পূর্বাঞ্চলে আইসক্রিমে করোনাভাইরাস পাওয়া গেছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসও একই তথ্য জানিয়েছে।

সেসব প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং সংলগ্ন তিয়ানজিনের দাকিয়াওদাও ফুড করপোরেশন লিমিটেড এরই মধ্যে সীল করে দেওয়া হয়েছে।

সেই প্রতিষ্ঠানের সকল কর্মীকে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে সেখানে আইসক্রিম থেকে কেউ করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি।

যে আইসক্রিমে করোনাভাইরাস পাওয়া গেছে, একই সময়ে উৎপাদিত ২৯ হাজার কার্টুন আইসক্রিম বিক্রি হয়ে গেছে। এর মধ্যে তিয়ানজিয়ানে বিক্রি হওয়া ৩৯০টি আইসক্রিমের ক্রেতাকে চিহ্নিত করা গেছে।

নিউজিল্যান্ড থেকে আসা দুধের গুঁড়া এবং ছানার গুঁড়া দিয়ে সেসব আইসক্রিম বানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়। এরই মধ্যে সে দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস পাওয়া গেছে।

সূত্র: খালিজ টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ