• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন |

পঞ্চগড়ে কন্যারত্নদের মার্শাল আর্ট প্রশিক্ষণ

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। মুজিব বর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলার কন্যারত্নদের আত্মরক্ষা ও ক্ষমতায়নে ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়াম মাঠে এই প্রশিক্ষণ শুরু হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার স্কুলগামী ১০০ জন কিশোরী অংশ নিচ্ছেন।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক গ্রান্ড মাস্টার ম্যাক ইউরি বজ্রমুণি ও ক্যাপ্টেন (অব.) শাহনাজ জাহানের নেতৃত্বে এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্য দেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন স্বাগত বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ