• বুধবার, ০৮ মে ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

নীলফামারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ

সিসি নিউজ ।। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের আজকে যে বিশাল পরিবর্তন ঘটেছে তা মাত্র ১২বছরে। যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। তার হাত ধরেই আজকের এই চিত্র। বিশ্বের অনেক দেশের রাষ্টপ্রধান বাংলাদেশের এই উন্নয়নে বিষ্মিত। বঙ্গবন্ধুর কন্যার কাছে ম্যাজিক জানতে চান।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা ও নিষ্ঠা নিয়ে আন্দোলন করেছিলো ছাত্রসমাজ। সেই সুত্র ধরে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। ছাত্ররা যেমন পড়াশোনা করবে, মানুষ হবে, মানুষের পাশে থাকবে তেমনি আন্দোলন সংগ্রামেও ঝাঁপিয়ে পড়বে। কারণ শত্রুরা এখোনো আমাদের পিছু ছাড়েনি।

সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় ১০০জনের মাঝে পুরস্কার বিতরণ এবং দরিদ্র দুই’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরআগে বনার্ঢ্য শোভাযাত্রায় অংশ নেন সাংসদ আসাদুজ্জামান নূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ