• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন |

কেন চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর?

সিসি নিউজ ডেস্ক।। জীবনের ৯২ বসন্ত একা কাটিয়ে দিয়েছেন লতা মঙ্গেশকর। সুখ-দুঃখ ভাগ করেননি কারও সঙ্গে। তিনি ছিলেন চিরকুমারী। ক্যারিয়ারে সর্বোচ্চ সফলতার পরও কেন একা ছিলেন এ সুর সম্রাজ্ঞী? এটা কী ছিল শুধুই সুর সাধনায় মগ্ন থাকার কারণে? নাকি অন্য কিছু? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুঞ্জন ছিল লতা মঙ্গেশকর এক সময় কাউকে ভালোবেসেছিলেন; কিন্তু সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। তাই আর কারও সঙ্গে মালাবদলও হয়নি তার। আরও গুঞ্জন ছিল, তার সেই প্রেমিক ছিলেন রাজস্থানের (তৎকালীন রাজপুতনা) দুঙ্গরপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিং। রাজ সিং নাকি বাবা-মাকে প্রতিজ্ঞা করেছিলেন, কোনো সাধারণ ঘরের মেয়েকে রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিং। তিনি কখনো বিয়েই করেননি। ২০০৯ সালে মারা যান রাজ সিং। এ রাজ সিং ছাড়া লতার দীর্ঘ জীবনে আর কারও সঙ্গে তার নাম জড়াননি। তবে এ গুঞ্জন মানতে নারাজ ছিলেন। চিরকুমারী থাকার কারণ হিসাবে তিনি জানিয়েছেন, সংসারের দায়িত্ব কাঁধে থাকার কারণেই তিনি নিজের জীবন নিয়ে আলাদা করে ভাবার সুযোগ পাননি। বাবা দীননাথ মাত্র ৪২ বছর বয়সে মারা যান। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়ল ১২ বছরের মেয়ে লতার কাঁধে। বাবার মৃত্যুর মাত্র সাত দিন পরই লতা গেলেন ‘প্যাহলি মঙ্গলার্গাও’ সিনেমার শুটিংয়ে। মারাঠি এ সিনেমায় অভিনয় আর গান গেয়ে ক্যারিয়ার শুরুর পাশাপাশি জীবন সংগ্রামও শুরু করেন কিংবদন্তি এ শিল্পী। উৎস: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ