• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তীব্র তাপদাহের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষনে ওয়েম্যানরা নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা নীলফামারীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ খানসামায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং গালিগালাজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা স্কুল-কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বই মেলা

সিসি নিউজ।। ২১ শে ফেব্রুয়ারিকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বই মেলা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের আয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই বই মেলা অনুষ্ঠিত হয়।

সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ শাখা) মো. আক্কাছ আলী সরকার ফিতা কেটে বই মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক খোন্দকার আব্দুল আলিম, সহকারী অধ্যাপক মো. মোবাসেরুজ্জামান প্রধান, সহকারী অধ্যাপক এস,এম. ফজলুল হক, সহকারী অধ্যাপক মোছা. বিলকিস আখতার, সিনিয়র প্রভাষক মো. বিপ্লব আলী, সিনিয়র প্রভাষক দেবাশীর্ষ রায়, সিনিয়র প্রভাষক সোহেল রানা, সিনিয়র প্রভাষক রওশন আরা, প্রদর্শক মো. ওমর ফারুক শাহ্, সিনিয়র শিক্ষক মো. মহসীন আলম, সহকারী শিক্ষক রুহুল আমিন, লাইব্রেরিয়ান এস,এম, রিয়াজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বই মেলায় ১২টি স্টল স্থান পায়। শনিবার দুপুর ১২টায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে বই মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বই মেলার স্টলগুলোতে ভীড় করছেন। কোন কোন শিক্ষার্থী একাকী। আবার কেউ কেউ মা-বাবাকে সঙ্গে নিয়ে বই মেলায় এসেছেন। আর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে তাদের পছন্দের বই কিনছেন।

এ সময় বই মেলায় আসা কলেজের একাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী পরমা মজুমদারের সঙ্গে কথা হয় এ প্রতিনিধি’র। সে জানায়, এবারই সে এই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তাঁর প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বই মেলা থেকে তাঁর পছন্দের হুমায়ুন আহমেদের কয়েকটি বই কেনার কথা জানান সে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ শাখা) মো. আক্কাছ আলী সরকার বলেন, ভাষার ও ২১ ফেব্রুয়ারিকে উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে এবারই প্রথম বই মেলার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া মিলেছে। আগামীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো বড় পরিসরে বই মেলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ