• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন |

মাটিতে পুঁতে রাখা কলেজ ছাত্রের লাশ উদ্ধার

lashনওগাঁ: জেলার মান্দা উপজেলার ফেরিঘাট থেকে অপহরণের এক মাস পর সোহেল রানা (১৮) নামে এক কলেজছাত্রের মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার নীলকুটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহেল রানা উপজেলার কামারকুড়ি গ্রামের জনাব আলীর ছেলে। তিনি মান্দা আল হেরা কৃষি কলেজের এইচএসসি পক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় উপজেলার পারইল গ্রামের মোয়াজ্জেমের ছেলে মোক্তাদুর আহসান (২১), তার জমজ সহোদর মোস্তফা কামাল (২১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাজেদুর রহমান সাজু (২২) ও শ্রীরামপুর গ্রামের হবিবর রহমানের ছেলে একলাস (২০) নামে ৪ জনকে আটক করেছে পুলিশ।

মান্দা থানার ওসি আব্দুল্লা হেল বাকি জানান, ৮ ফেব্রুয়ারি সকালে সোহেল রানা উপজেলার ফেরিঘাট থেকে অপহরণ হন। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে সোহেলের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১২ ফেব্রুয়ারি সোহেলের বাবা জনাব আলী বিষয়টি পুলিশকে জানিয়ে মান্দা থানায় একটি জিডি করেন। ঘটনার পর সোহেলকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে বুধবার ৪ জনকে আটক করা হয়। তারা সোহেলকে হত্যা করার কথা স্বীকার করেন।

ওসি জানান, তাদের স্বীকারোক্তিতে নীলকুঠি গ্রামের একটি ঝোঁপ-ঝাড়ের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা সোহেলের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ