• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন |

তারাগঞ্জে শিক্ষিকাকে নিয়ে উধাও মাদ্রাসা সুপার

PHOTO--1সিসি নিউজ: রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি মানিয়ার ঘাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা বিপালী বেগমকে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ওই মাদ্রাসার সুপার জামায়াত নেতা আতাউর রহমানকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ কাজে সহযোগীতা করেন একই মাদ্রাসার সহকারী সুপার বদরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফ আলী। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসায়। বুধবার এ ঘটনার পর থেকে ওই দুই শিক্ষক মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। এলাকাবাসী সুত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি মানিয়ার ঘাট দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান। তার বাড়ি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে। তারই মাদ্রাসার সহকারী শিক্ষিকা রংপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের বিপালী বেগম। একই সঙ্গে চাকুরীর সুবাদে বিপালী বেগমের সাথে আতাউর রহমানের সখ্যতা গড়ে ওঠে। ওই সুপার প্রায় সময়েই মাদ্রাসার শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিক্ষিকার সাথে আড্ডা দিতেন। এলাকাবাসী জানান আতাউর রহমান প্রায়ই সময় তার মোটরসাইকেলে করে বিপালীকে রংপুরে বাসায় পৌছে দিতেন। সম্পর্ক গভীর হলে মাদ্রাসার সুপার আতাউর রহমান তার বিয়ের ফাঁদে ফেলেন ওই শিক্ষিকাকে। ঘটনার দিন গত বুধবার মাদ্রাসা ছুটি দিয়ে তাকে নিয়ে পালিয়ে যান আতাউর রহমান। এ কাজে সহযোগীতা করেন তারই সহকারী সুপার জামায়াত নেতা আশরাফ আলী। এলাকাবাসী মজিবর রহমান বলেন, এসব অনৈতিক কারণে ঠিকভাবে মাদ্রাসায় কাস হয় না। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম লেবু চৌধুরী বলেন, ইতিমধ্যে সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ