• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন |

পর্নোসাইটে ৪৪ হাজার শিশু ভিজিটর!

Sexআন্তর্জাতিক ডেস্ক: পর্নোগ্রাফি। সভ্যতার বুলি আওড়ানো উন্নত দেশগুলোর রেমিটেন্স অর্জনের এক সহজলভ্য উপায়। পৃথিবীর সব থেকে বড় বড় পর্ন ইন্ডাস্টি গড়ে উঠেছে পৃথিবীর শিল্প উন্নত দেশগুলোকে কেন্দ্র করে যার শীর্ষে রয়েছে পাশ্চাতের ধারক দুই মোড়ল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। কিন্তু এক গবেষণায় বেড়িয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। শিশুমনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর নীল পর্ণোগ্রাফির শিকার হচ্ছে ব্রিটেনের কমলমতী শিশুরা। গবেষণার ফলাফলে জানা গেছে যুক্তরাজ্যে এক মাসে বিভিন্ন পর্নোসাইটে ঢুকে অন্তত ৪৪ হাজার প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিশু। দ্য অথরিটি ফর টেলিভিশন অন ডিমান্ডের (এটিভিওডি) এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গবেষণায় দেখা গেছে, ২০১৩ সালের ডিসেম্বরে ৬-১১ বছর বয়সী স্কুলগামী ৪৪ হাজার শিশু বিভিন্ন পর্নোসাইটে ঢুকেছে। এ হার দেশটির বসবাসরত ওই বয়সী শিশুদের মধ্যে প্রতি ৩৫ জনে একজন। এ ছাড়া দেশটিতে একই মাসে ১৬ বছরের নিচে অন্তত দুই লাখ শিশু পর্নোসাইটে ঢুকে। যার হার প্রতি ১৬ জনে একজন। ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার আরও বেশি। দেশটিতে এ বয়সী প্রতি পাঁচজনে একজন পর্নোসাইটে ঢুকে।
এ গবেষণা প্রতিবেদন অনুযায়ী দেশটিতে ৬-১৭ বছর বয়সী অন্তত চার লাখ ৩৭ হাজার শিশু পর্নোসাইট দেখে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে অন্তত ৯০ লাখ নাগরিক পর্নোসাইটে ঢুকেছে।
দেশটিতে শিশুদের পর্নোসাইটে ঢোকার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এ উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশের পর এক্ষেত্রে সরকারকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে এটিভিওডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ