• বুধবার, ০১ মে ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন |

সোমবার থেকে পাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফরম বিতরণ

Uniপাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে আগামী সোমবার থেকে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

চার বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং) এবং পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার কোর্সে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আগামী ২৮ নভেম্বর এ ইউনিটে সকাল ৯.৩০ থেকে সকাল ১০.৩০ পর্যন্ত, বি ইউনিটে সকাল ১১.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত এবং সি ইউনিটে ৩.৩০ থেকে ৪.৩০ মিনিটি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৭ ডিসেম্বর। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং সকল প্রকার ক্যালকুলেটর আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পাঁচটি অনুষদের অধীনে ১৩টি বিভাগে মোট ৫৫০টি আসনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। এছাড়া আবেদনকারী তাৎক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৫৫৭ ৭৩০ ৭৩১, ০১৫৫৭ ৭৩০ ৭৩২ এবং ০১৭৫৩ ২৯৪ ৩৬৮ ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ