• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন |

কাতারে এশিয়া একাদশের হয়ে খেলবেন তামিম

Tamimখেলাধুলা ডেস্ক : এশিয়া একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের তামিম ইকবাল। আগামী মাসে কাতারে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার একটি প্রীতি ম্যাচে এশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি।

এশিয়ান গেমসের পর কাতারে যাবেন তিনি। আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমসে বাংলাদেশ অনুমিতভাবেই ফাইনাল খেলবে বলে মনে করা হচ্ছে। তাই ৩ অক্টোবর ফাইনাল খেলেই দোহার উদ্দেশে রওনা হবেন তামিম।

আগামী ৬ অক্টোবর সোমবার দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। এশিয়া একাদশের নেতৃত্বে রয়েছেন সনাথ জয়সুরিয়া। এছাড়া বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ব্রায়ান লারা।

বিসিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে কাতারে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটি খেলার জন্য অনাপত্তিপত্র নিয়েছেন তামিম ইকবাল। ম্যাচটি খেলে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

এশিয়া একাদশ : সনাথ জয়াসুরিয়া, তামিম ইকবাল, রশিদ লতিফ, ইমরান নাজির, আবদুর রাজ্জাক, ইয়াসির আরাফাত, মোহাম্মদ সামি, আকাশ চোপড়া, মারভান আতাপাত্তু, অ্যাঞ্জেলো পারেরা, চামারা কাপুগেদারা।

বিশ্ব একাদশ : ব্রায়ান লারা, ব্রেন্ডন টেইলর, হার্শেল গিবস, ড্যারিয়েন মার্টিন, রায়ান টেন ডয়েসকাট, শন আরভিন, সাজিদ মাহমুদ, স্যামুয়েল বাদ্রি, জেসন গিলেপসি, কোরি কোলিমোর, ওয়ায়েজ শাহ, রিকি ওয়ালেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ