• বুধবার, ০১ মে ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন |

রাজারহাট বাজারের নিত্যদিনের সঙ্গী জলাবদ্ধতা

Rajarhat Pic-10-01-2015-2রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : এটা কোন বর্ষাকালের দৃশ্য নয়। ভরা শীত মওসুমেও রাজারহাট উপজেলা সদর বাজারটির প্রেসক্লাব রাজারহাট-এর গলিপথের দৃশ্য এটি। প্রতি বছর বর্ষা মওসুমে হাটটির চার ভাগের তিন ভাগই নির্মজ্জিত হয়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এ বাজারটির জলাবদ্ধতা নিরসনকল্পে প্রতি বছর সংস্কারকাজে সরকারি রাজস্ব খাত থেকে লাখ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়। কিন্তু সেগুলো কাগজে-কলমে সীমাবদ্ধ থাকছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। নামমাত্র প্রকল্প বানিয়ে হাতে গোনা কিছু ইটের ডাস ও বালু মিশ্রিত নিম্নমানের কিছু খোয়া ফেলে প্রকল্পের অর্থ আত্মসাত করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগি ব্যবসায়ী, জনসাধারণসহ এলাকাবাসী। প্রতি বছর হাটটি ইজারায় সরকারি কোষাগারে কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করলেও বাজারটির সংস্কারকল্পে নেই কোন সঠিক তদারকি। পাশাপাশি ঘন বসতিপূর্ণ বাজারটিতে নেই কোন গণশৌচাগার। যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করছে হাটুরে ও ব্যবসায়ীরা। বাজারটির ভেতরে চলাফেরা করলে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। বাজারটির বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে থাকছে বছরের পর বছর। মাঝে মধ্যে হাট ইজারাদারকে ভুক্তভোগীরা একাধিকবার অভিযোগ করলেও কোন সুফল মেলেনি। গত বৃহস্পতিবার রাজারহাটের নবাগত ইউএনও মো. আব্দুল মোতালেব সরকারকে বিষয়টি প্রেসক্লাব নেতৃবৃন্দ মৌখিকভাবে জানানোর পর ওইদিন তিনি বিকেলে সরেজমিন পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকারের সঙ্গে কথা হলে তিনি সিসি নিউজকে বলেন, বিষয়টি নিয়ে অতি শীঘ্রই একটি গঠনমূলক সিদ্ধান্ত নেয়া হবে। যাতে করে জনসাধারণ ও ব্যবসায়ীদের ভোগান্তি দূর করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ