• বুধবার, ০১ মে ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন |

রংপুরে অবৈধ দোকান উচ্ছেদ ও হাসপাতালকে জরিমানা

Fore-Evictionরংপুর: রংপুর শহরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে প্রায় অর্ধ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

সোমবার রংপুর সিটি কর্পোরেশনের ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুপুর ১২টা থেকে বিকাল ২টা পর্যন্তÍ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পঞ্চম দিনে পপুলার হাসপাতাল থেকে ধাপ লালকুঠি   পর্যন্ত  রাস্তার দুই ধারে অবৈধভাবে বসা দোকান  উচ্ছেদ  করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দাপাল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের  কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এদিকে সার্বক্ষনিক ডাক্তার না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায়  আরজি হাসপাতালের কর্তৃপক্ষকে ১০হাজার টাকা জরিমানা করে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দাপাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ