• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন |

গণজাগরণের নতুন রোডমার্চ ঢাকা-ঠাকুরগাঁও

gonojagoron-bbg20130509041944_8142ঢাকা: দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ, জনমত তৈরি, আক্রান্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতা করার জন্য গণজাগরণ মঞ্চ এবার নতুন রোড মার্চের ঘোষণা দিয়েছে। তাদের এবারের রোডমার্চ ঢাকা টু ঠাকুরগাঁও। আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি এ রোডমার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়া সংগঠিত সম্প্রদায়িক সন্ত্রাস আক্রান্ত জনপদ পরিদর্শনপূর্বক পর্যবেক্ষণ রিপোর্ট প্রদানকালে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন।
এ সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, ‘সারাদেশে সাম্প্রদায়িক হামলা কমেনি বরং আরো বেড়ে গেছে। আমরা এসব সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে আমাদের রোডমার্চ যাত্রা শুরু করবে। যাত্রাপথে আমরা দেশের অনেকগুলো আক্রান্ত জায়গা পরিদর্শন করবো। জেলা উপজেলায় মানুষদের সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবো। সাম্প্রদায়িক সন্ত্রাসরোধে আমাদের তিন দফা দাবি আদায় করবো।’
তিনি আরো বলেন, ‘সাদ্যমতো আমাদের ত্রাণ তহবিল থেকে আক্রান্ত মানুষদের সাহয্য করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ