বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিষখালী নদী থেকে মীর মোস্তফা কামাল (৩৬) নামে এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার দুপুরে বিষখালী নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানিয়েছে মোস্তফা কামাল ওরফে বাটুল মীর বিএনপির একনিষ্ট সমর্থক ছিল।
কয়েকমাস আগে গোপালপুর এলাকার একটি মন্দির ভাঙ্গা মামলায় জেলে ছিল। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়ে এলাকায় আসে।এবং ৪ দিন আগে নিখোঁজ হয়। মীর মোস্তফা কামাল ওরফে বাটুল মীর বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আশরাফ আলী মীরের ছেলে।
প্রতিপক্ষরা গত ৯ জানুয়ারী বাড়ির কাছ থেকে তুলে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, এ ব্যাপারে নিহতের ভাই মীর কামরুল ১৩ জানুয়ারী থানায় সাধারন ডায়েরী করে।