সিসি ডেস্ক: হাই কোর্ট হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে ।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রোববার শুনানি শেষে এই এ আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৩ নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে জেসমিনকে নোটিস দিলে তিনি তিন মাস সময় বাড়ানোর আবেদন করেন।
এরপর সাত দিন সময় বাড়ানো হলেও জেসমিন হিসাব বিবরণী দাখিল না করায় গত ১২ ডিসেম্বর রমনা মডেল থানায় মামলা করে দুদক।
এ মামলাতেই বুধবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন জেসমিন, যিনি এর আগে অন্য মামলায় বেশ কিছুদিন কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান।