ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময়ে করছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
বুধবার রাত পৌনে নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এ মতবিনিময় শুরু হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে ৬০ সদস্যদের একটি প্রতিনিধিদল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে।
অন্যদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মামুন আহমদ, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সাবেক সচিব প্রকৌশলী আ ন হ আখতার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আনোয়ার উন নবী মজুমদার বাবলা, প্রকৌশলী হাসান জাফির তুহিন, প্রকৌশলী চৌধূরী আব্দুল্লাহ আল ফারুক, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা খাতুন প্রমুখ বৈঠকে উপস্থিত আছেন।