বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে স্ত্রীর পরকীয়ায় স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন।
জানা গেছে, ওই গ্রামের আজিজুল ঘরামী (২৮) একই গ্রামের মোর্শেদা বেগম (২০) কে ৮ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রী মোর্শেদা পরকীয়ায় লিপ্ত হলে স্বামীর চোখে তা ধরা পড়ে। এ নিয়ে স্বামী স্ত্রী মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়।
গত ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের স্ত্রী মায়া বেগম নিজ বাড়ির পুকুর পারে আমড়া গাছের সাথে আজিজুল ঘরামীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।
থানা পুলিশকে খবর দিলে এস আই শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেন।
এস আই শহীদুল ইসলাম বলেন, স্ত্রীর পরকীয়ার কারণে আজিজুল স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি রহস্যজনক হওয়ায় মর্গে প্রেরণ করা হয়েছে।