• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন |

নাগেশ্বরীতে সাফল্যের শীর্ষে ঝরনা মোরিয়াল স্কুল

Schoolখলিলুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাফল্যের শীর্ষ স্থান দখল করে নিয়েছে ব্যাতিক্রমধর্মী আবাসিক ও অনাবাসিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “ঝরনা মেমোরিয়াল কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুল”। উপজেলার রামখানা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল নাখারগঞ্জ, (কদমতলা) এলাকায় প্রতিষ্ঠিত এ স্কুলে প্রতিবারের ফলাফল হয় চমক লাগার মতো। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ও অনাবাসিকসহ আরো নানা সুযোগ-সুবিধা। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলী আফসার আশাবিদ, র্কমচারী ও এলাকাবাসীর সহযোগিতায় হাড়ভাঙ্গা অক্লান্ত পরিশ্রমে আজও ধরে আছে প্রতিষ্ঠানটি। এখানে নিয়মিত চলে পাঠদান। ২০০২ সালে ১২০ জন শিক্ষার্থী নিয়ে এ প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়ে এখন দের শতাধিক ছাড়িয়ে গেছে। বর্তমানে ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীর হারভাঙ্গা অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। প্রষ্ঠিালগ্ন থেকে পাশের হার শতভাগ অর্জন করার গৌরব অর্জন করেছে এ প্রতিষ্ঠান। এবারে ২০১৪ সালের অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় ১৫ জন, বাকি ৩ জন পায় জিপিএ-৪.৯০ এর উপরে, এছাড়া পিএসসিতে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় ৮ জন বাকিগুলো জিপিএ-৪.৯০ এর উপরে পেয়ে তাক লাগিয়ে দেয় এলাকাবাসীসহ সুধিমহলে। এছাড়াও শিক্ষার পাশাপাশি মেধা বিকাশের জন্য এখানে প্রতি সপ্তাহে মেধা বিকাশ ক্লাস, কুইজ কুইজ, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ আরও নানা বিষয় এবং প্রতিনিয়ত স্কাউট ও মাঠপার্চ শিক্ষা দেওয়া হয়। প্রধান শিক্ষক আলী আফছার আশাবিদ জানান, ভবিষ্যতে এখান থেকে শতভাগ জিপিএ-৫ পাওয়ার জন্য সব ধরণের প্রচেষ্টা আমাদের অব্যহত রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বনিক জানান,প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠান থেকে এমন সুন্দর ফলাফল সত্যিই অবাক করার বিষয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পড়াশুনাসহ সব বিষয়ে খোঁজ-খবর নেন। এজন্য এ প্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত সন্তোষজনক হওয়ায় কুড়িগ্রাম জেলায় শীর্ষ স্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ