• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন |

শিবির নেতাকে ছাত্রলীগের ‘ঝাড়ুপেটা’

Sibirঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক নেতাকে ঝাড়ু দিয়ে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। ঘটনায় আহত শিবির নেতার নাম সাকিব। তবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রোববার দুপুর সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে ওই শিবিরনেতা দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী শিবির নেতাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে ছাত্রলীগকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মেরে ঝাড়ু দিয়ে পেটান ছাত্রলীগের কর্মীরা। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নতুন বার্তা ডটকমকে বলেন, “এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। যে আহত হয়েছে তাকে আমরা খুঁজছি।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ নতুন বার্তাকে বলেন, “ছাত্রলীগকর্মীদের সঙ্গে এক শিবির নেতার তর্ক হয়েছে বলে শুনেছি। তবে ঝাড়ুপেটার ব্যাপারে কোনো তথ্য আমার জানা নেই।” চবি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঈন উদ্দিন জানান, “আমরা শুনেছি ছাত্রলীগের কর্মীরা শিবিরের এক নেতাকে সামান্য মারধর করেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।” এদিকে, ঘটনার পর থেকে সোহরাওয়ার্দী হলে সতর্ক অবস্থান নিয়েছে শিবিরের নেতা-কর্মীরা। আর শাহজালাল হল ও এর আশপাশের এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে। উৎসঃ নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ