দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সিরাজুল ইসলাম (৫৮) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক বিরল উপজেলার পাইকপাড়া ইবতেদায়ী মাদ্রাসার মেীলভী শিক্ষক। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বিরল বাজার মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বিরল থানার ওসি আমিরুল ইসলাম জানান, শিক্ষক সিরাজুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন বাড়ী থেকে বাইসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার পথে বিরল বাজার মোড়ে পৌছলে বালু ভর্তি একটি ট্রাক্টর (মাহেন্দ্র ট্রলি) ধাক্কা দিলে রাস্তা হতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত স্জনদের অনুরোধে সিরাজুল ইসলামের লাশ স্বজনদের নিকট ফেরত দেয়া হয়েছে। এ ব্যাপারে থানার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।