নীলফামারী প্রতিনিধি: অষ্টম শ্রেণী (জেএসসি) পাস পরীক্ষায় ফেল করে অভিমানে রত্না রাণী (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের গ্রামের ভেসকিপাড়া গ্রামের ললিত বর্মনের মেয়ে। শুক্রবার দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
রত্নার বাবা ললিত বর্মন জানান, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। অষ্টম শ্রেণীর পরীক্ষায় অংশ গ্রহণ করে সে পরীক্ষায় অকৃতকার্য হয়। এই ক্ষোভ আর অভিমান নিয়ে বৃহস্পতিবার রাতে কোন এক সময় সে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশ্বের একটি আম গাছের সাথে দড়ি টাঙ্গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ডোমার থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, রত্নার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।