আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শনিবার মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যেক পদেই একাদিক বিদ্রোহী প্রার্থী সহ ৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। উপজেলা চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম সালু, মজিবুর রহমান বঙ্গবাসি,সায়েদ হোসেন সোনা,মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইমান আলি ইমন, শেখ আব্দুলল্লাহ, আবুল বাশার মন্জু, আব্দুল কাইয়ুম, রেজওয়ানুল হক (পাখি), খাদিজা জামান, আব্দুর রাজ্জাক, শামছুল হক, নুর হোসেন মুক্তার, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আবির শাহরিয়ার তুহিন, রেজা মিয়া রিপন , নুরুল হুদা আকন্দ, হাবিবুর রহমান হাবিল, বদিউজ্জামান, শের আলী, আবু হানিফ,জাইদুল ইসলাম, আবুল হাশেম, আবু সাইদ,সাখাওয়াত হোসেন লিপন, আবু শামীম মাস্টার,মতিয়ার রহমান,ওয়াজেদুল হক, শফিকুল ইসলাম, মমিনুল ইসলাম,আমিনুল ইসলাম ও বখতিয়ার খিলজি, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মাহমুদা আক্তার স্মৃতি, আফসানা রাব্বি রিপা, তাজনীন নাহার শাপলা, রোকেয়া মজিদ, রেহানা পারভীন, ভারজিনা আক্তার, রোকসানা আক্তার ও হাসিনা বেগম।