সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী জাওয়াদুল হক সরকার (আনারস) বে-সরকারি ফলাফলে নির্বাচিত হয়েছে।
তিনি মোট ভোট পেয়েছেন ৫২ হাজার ৪৩৫ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার (দোয়াত-কলম) পেয়েছেন ৪৬ হাজার ৩২১। অপরদিকে আ’লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন (তালা) ৩৪ হাজার ২৩৬ এবং বিএনপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেনু আফজাল (কলস) ২৫ হাজার ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।