• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন |

খোলামেলা হয়ে ফিরছেন ইয়ানা

yanaবিনোদন ডেস্ক : প্রায় এক বছর পর আবারও বলিউডে ফিরছেন হট নয়িকা ইয়ানা গুপ্তা। একটি হরর থ্রিলার ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটি নির্মাণ হচ্ছে মহেশ ভাটের প্রযোজনায় । এর আগে মহেশের অনেক ছবিতেই কাজ করেছেন ইয়ানা। তবে এবার প্রথমবারের মতো প্রধান নারী চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। এর আগে ছোট ছোট চরিত্র এবং আইটেম গান নিয়মিত করলেও প্রধান চরিত্রে কাজ করা হয়নি তার। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন ইমরান হাশমি। ছবিটির কাহিনী গড়ে উঠেছে একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে, যে কিনা তার মৃত্যুর পাঁচ বছর পর ফিরে আসে। এই রহস্য উদঘাটনেই কাজ করে যান ইমরান ও ইয়ানা। এখানে ইয়ানা কাজ করছেন একজন আবেদনময়ী বার ডান্সার হিসেবে। ছবিতে ব্যাপক খোলামেলারূপে দর্শকরা তাকে দেখবেন। ইমরানের সঙ্গে একটি চুমোদৃশ্যেও থাকবে। দীর্ঘদিন পর নতুন ছবিতে কাজ করা প্রসঙ্গে ইয়ানা গুপ্তা বলেন, মহেশ জি অনেক দিন ধরেই বলছিলেন নতুন কাজের কথা। অবশেষে ব্যাটে বলে মিলে গেল। তার হরর-থ্রিলার নির্ভর একটি ছবিতে কাজ করছি। এখানে আবেদনময়ী ইয়ানাকেই দর্শক পাবেন। আশা করছি ভালভাবে এর কাজ শুরু করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ