• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন |

বেবী নাজনীন স্রোতাদের কাছে ফিরছেন !

Baby Nazninবিনোদন ডেস্ক: আর গড়িমসি নয়। দেশে ফিরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শেষ করবেন ক্যারিয়ারের ৫০তম অ্যালবাম। প্রকাশ করবেন এ বছরই। দেশীয় শ্রোতাদের কাছে ভাঙবেন আড়াল। এমনটাই জানালেন ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন। এখন তিনি অবস্থান করছেন আমেরিকায়। গিয়েছেন সপ্তাহ দুই আগে। ফিরবেন আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে। ক’বছর ধরে বেবী নাজনীন বেশির ভাগ সময় কাটিয়েছেন দেশের বাইরে। বিশেষ করে আমেরিকায়। কারণ, সেখানে তার একমাত্র ছেলে মহারাজ পড়াশোনা করছে। মূলত ছেলের টানেই তিনি ঢাকা থেকে বারবার ফিরে যান সেখানে। তবে সেখানে গিয়ে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে নিয়মিত স্টেজ শোতেও অংশ নেন। জানা যায়, এবার এক মাসের সফরে ছেলেকে সময় দেয়ার পাশাপাশি বেশ কিছু শোতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আমেরিকার নিউ ইয়র্ক ছাড়াও চলতি মাসের শেষ সপ্তাহে কানাডার বিভিন্ন স্টেটে বেশ কিছু শোতে অংশ নেয়ার কথা রয়েছে তার। আমেরিকা থেকে মুঠোফোনে এমনটাই জানালেন বেবী। এদিকে বেবী নাজনীন আরও জানান, মূলত পারিবারিক ব্যস্ততা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই এতদিন অডিও অ্যালবামের কাজ অর্ধসমাপ্ত রেখেছেন। তবে এবার দেশে ফিরেই অ্যালবামের বাকি রেকর্ডিং সম্পন্ন করবেন। তিনি বলেন, আমি আর আদনান খান (আলম খানের ছোট ছেলে) মিলে নতুন অ্যালবামটি প্রায় গুছিয়ে ফেলেছি। এবার এসে বাকি কাজ শেষ করবো। ইচ্ছা আছে এ বছরই অ্যালবামটি প্রকাশের। কিন্তু আমাদের প্রকাশনা শিল্পের যে করুণ অবস্থা, তাতে খুব একটা আগ্রহও পাই না। সে কারণেই অ্যালবামটি শেষ করার আগ্রহ পাইনি এতদিন। আংশিক রেকর্ড হয়ে গেল ২ বছর পড়ে থাকা এ অ্যালবামটি ব্ল্যাক ডায়মন্ডের বর্ণাঢ্য গানের ক্যারিয়ারের ৫০তম অ্যালবাম। এ অ্যালবামের বেশ কিছু গানের কথা-সুর বেবী নাজনীন নিজেই করেছেন। তার ৪৯তম অ্যালবাম ‘ইচ্ছে করে ভালোবাসি’ প্রকাশ পেয়েছিল ২০১১ সালে সংগীতার ব্যানারে। এরপর গেল তিন বছর আর কোন অডিও অ্যালবামে পাওয়া যায়নি এই কোকিল কণ্ঠীকে। এই সময়ে প্লেব্যাকেও সে অর্থে গাওয়া হয়নি তার। তবে আগামী মাসে দেশে ফিরে অডিও এবং চলচ্চিত্রের গানে আবার নিয়মিত হবেন- এমনটাই জানালেন বেবী। তিনি বলেন, অনেক দেরি করে ফেলেছি। সবাই শুধু নতুন অ্যালবামের কথা জিজ্ঞেস করেন। এবার দেশে ফিরে অ্যালবাম রেকর্ডিং শেষ করবো। সেই সঙ্গে আমার ৫০তম অ্যালবামটি আন্তর্জাতিকভাবে ডিজিটালি প্রকাশের একটা বড়সড় উদ্যোগ নেবো। এরই মধ্যে বেশ কিছু মিউজিক্যাল ওয়েবসাইট এবং মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। দেশে ফিরেই বাকিটা চূড়ান্ত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ