• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১০ অপরাহ্ন |

পাশবিক নির্যাতনের শিকার তাছকিনা

TAZKINAজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পাশবিক নির্যাতনের শিকার হয়ে বুধবার জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে তাছকিনা (১৩) নামে এক গৃহপরিচারিকা। সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে এই দৃশ্য। নির্যাতিতা তাছকিনা কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রায় ২বছর আগে গৃহপরিচারিকার কাজ নিয়ে ঢাকার মোহাম্মদপুর হাউজিং এর ৫নং রোডের চিত্রনায়ক শাকিল খানের ভাই সোহেল হাসানের বাসায় যাই। সেখানে কিছু দিন যেতে না যেতেই আমার উপর বিভিন্ন সময় নির্যাতন চালাত সাহেবের স্ত্রী রাকা ম্যাডাম। তাছকিনা আরও জানান মাঝে মাঝে ম্যাডাম আমার গোপনাঙ্গো গুলোতে আঘাত করত। বিষয়টি আমার পরিবারকে জানাই। গত ১০ মার্চ তার বাবা ঢাকা থেকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের রাঙ্গামাটি নিজ বাড়িতে নিয়ে আসে এবং ওই দিনেই তাছকিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাছকিনার বাবা ছকমুদ্দিন অভিযোগ করে বলেন“ আমি আমার মেয়েকে ঢাকায় দেখা করতে গেলে আমাকে ঠিকমত মেয়ের সাথে কথা বলতে দিত না। কিছু কথা হলেও তা হতো পাহাড়ার মধ্য দিয়ে”। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডাক্তার কাশিদ ওমর বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে গৃহপরিচারিকা নির্যাতনের ব্যাপারটি অস্বীকার করে গৃহকর্তা সোহেল হাসান এ প্রতিনিধিকে বলেন’ বিষয়টি সম্পর্ন সাজানো। আমার কাছে তাছকিনার বিয়ের জন্য তার বাবা মোটা অংকের টাকা চাইলে আমি দিতে অপারকতা প্রকাশ করলে এ নাটকের জন্ম হচ্ছে বলে আমার ধারনা। জলঢাকা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন নির্যাতনের ঘটনার ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ এখনও আসেনি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ