দিনাজপুর প্রতিনিধি: বিরলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। প্রশাসনের তাড়া খেয়ে ছেলে (বর) পরে লোকজন পালিয়েছে। পরে প্রশাসনের নিকট কন্যা সাবালক না হওয়া পর্যন্ত বিয়ে নয় মর্মে অঙ্গিকার করে অভিভাবকরা।
স্থানীয় এলাকাবাসি জানায়, শনিবার বিরল উপজেলার ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও একই এলাকার কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর বিয়ের দিন ধার্য করা হয়। যথাসময়ে ছেলে (বর) পক্ষের লেকজন কনের বাড়ীতে আসেন। এই খবর স্থানীয় লোকজন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুমকে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছেন। পুলিশ আসার খবর পেয়ে ছেলে (বর) পরে লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের অভিভাবকরা কন্যা সাবালক না হওয়া পর্যন্ত বিয়ে নয় মর্মে অঙ্গিকার করে। আর এভাবেই বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দুই শিক্ষার্থী।