• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন |

নাস্তিকেরা অবৈধ সন্তান- আহমদ শফী

Sofiসিসি নিউজ: হেফাজতে ইসলাম আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ ও হাসিনাকে নাস্তিক বলি নি। তারা নিজেরা নিজেদের নাস্তিক মনে করলে আমাদের দোষ কী। হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে। নাস্তিকেরা অবৈধ সন্তান।’ তিনি সোমবার ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ইসলাহী মহাসম্মেলনে এ কথা বলেন।
তিনি হেফাজতের বন্দনা করে বলেন, ‘হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে, আস্তিকের বিরুদ্ধে নয়। এটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম মানুষদের ভালো কাজের দিকে ডাকে। সেজন্য আমাদের ওপর অন্যায়-অত্যাচার করা হচ্ছে। হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, তারা নাস্তিকের বিরুদ্ধে।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সারাদেশে ওয়াজ-নসিয়ত করার সুযোগ দেন। টেলিভিশন আর মোবাইলফোনের অশ্লীল গান বন্ধ করেন, দেশ ভালো হয়ে যাবে। কওমী মাদ্রাসাকে জঙ্গি বলা হচ্ছে। যারা ভালো কাজের কথা বলে তারা জঙ্গি হতে পারেনা। যেখানে জঙ্গি-সন্ত্রাসী আছে আপনারা সেখানে যান না। আমাদের কাছে লাঠিও পাবেন না।’
তিনি বলেন, ‘পত্রিকা উল্টালে দেখা যায় হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা ভালো হলে আমাদের মন্ত্রী-মিনিস্টার ভালো হবে।’
হেফজতের বন্দনা করার সময় ফেনী জেলা সেক্রেটারি মুফতি রহিমউল্লাহ মঞ্চ থেকে হেফাজতে ইসলাম, জিন্দাবাদ-জিন্দাবাদ বলে স্লোগান দেন। তবে আহমদ শফী শাপলা চত্ত্বরে নিহতদের রুহের মাগফেরাত কিংবা দোয়া না করায় হেফাজতকর্মীরা অসন্তুষ্টি প্রকাশ করেন।
ফেনী জেলা সর্বস্তরের ওলামায়ে কেরামের ব্যানারে আয়োজিত জহিরিয়া মসজিদের খতিব মুফতি আবুল কাসেবের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মুফতি সাখাওয়াত হোসেন, মুফতি রহীম উল্লাহ কাসেমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ