লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের শাপলা ফেডারেশন কতৃক আয়োজিত হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বড়খাতা ইউনিয়নের ৮০টি পরিবারকে বিনামূলে একটি করে ছাগল বিতরন করেন। উক্ত অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচু,উপজেলা সমাজ সেবা কর্মকতা সুলতান উদ্দিন,আমিন উদ্দিন,আরডিআরএস বাংলাদেশের হাতীবান্ধা ও পাটগ্রামের সিনিয়ার অফিসার সুমিত্র কুমার সরকার,বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, বড়খাতা শাপলা ফেডারেশনের চেয়ারম্যান মর্জিনা বেগম, শাপলা ফেডারেশনের নির্বাহী পরিচালক আহাদ আলী ও সুপারভাইজার রেজাউল করিম প্রমূখ। আর্থিক সহোযোগিতায় বাংলাদেশ এনজিও ফেডারেশন বাস্তবায়নে শাপলা ফেডারেশন।