• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন |

প্রভাবশালীদের তালিকায় কেজরিওয়াল-মোদি

1111

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রভাবশালীদের মধ্যে স্থান পেয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা কেজরিওয়াল ও ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদি। এ ছাড়াও ভারতের আরো দুজন ব্যক্তি এ তালিকায় স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।

২০১৪ সালের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে স্থান পেয়েছেন ভারতের চারজন ব্যক্তি। এদের মধ্যে দুজন রাজনীতিবিদ। এরা হলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর একজন হলেন ভারতের জনপ্রিয় ঔপন্যাসিক ৫২ বছর বয়সী অরুন্ধতি রায়। অপরজন হলেন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে নারীদের রক্ষা করার বিষয়ে ভূমিকা রাখা অরুণাচালাম মামগানথাম।

টাইমস ম্যাগাজিনে নরেন্দ্র মোদি, কেজরিওয়াল, অরুন্ধতি রায় ও অরুণাচালাম মামগানথাম বিশ্বের প্রভাবশালী ১০০ জনের মধ্যে স্থান পেয়েছেন।

নরেন্দ্র মোদি সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন রাজনীতিবিদ হিসেবে ভারতের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
আর কেজরিওয়াল ভারতের রাজনীতিতে পরিবর্তনের জন্য কাজ করছেন এবং সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।

ভারতের জনপ্রিয় ঔপন্যাসিক অরুন্ধতি রায় সম্পর্কে বলা হয়েছে, তিনি ভারতের জনগণকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন।

অরুণাচালাম মামগানথাম সম্পর্কে বলা হয়েছে, তিনি নারীদের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে সচেতন করার কাজ করেছেন। নারীদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে তার অবদান অনেক।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ