দ্বিত্ব শুভ্রা:
সবকিছু স্বাভাবিক
আজকাল মন্দ কিছু ঘটছে না
যা যা ঘটবার তাই ঘটছে
আমরা জানতাম
পলিথিন প্যাকে মোড়া পপকর্ণ ফোটে, জর্দার কৌটাও শব্দ করে
বাচ্চারা খেলে রাস্তায় যা পায় তাই তোলে, বেখেয়ালী মায়েরা শব্দ তুলে কথা বলে
ইটের টুকরা ছোঁড়ে, বলটা তুলে মারে, দাদীরা পান খেয়ে পিক করে থুতু ফেলে
বাপেরা সতর্কতার লেবেল আঁটা সিগারেট খায়
ছেলেটা কৌটোটা রাস্তা থেকে তোলে, ভুট্টা বিষম আওয়াজ করে ফোটে
সংবিধান অলিখিতভাবে সতর্কতা জানায়
জর্দার কৌটাও আজ নিরাপদ নয় ।
আমরা সব জানি যা যা বলা হবে
আমাদের টিভি ছাড়া হবে, পথচারীর কথা হবে, ক্যামেরায় ছবি হবে
ঘরে ঘরে কথা হবে, হতাশা ক্ষোভ বলা হবে, পকেটের খোঁজ করা হবে
রাতারাতি দাম বেড়ে যাবে, বউ খেপে যাবে, স্বামী রেগে যাবে
বস্তির দুই নারী গালাগালি হবে, কারো কারো ধরা হবে
কেউ কেউ ছাড়া পাবে, পুরাতন ভাষণ শোনা যাবে
একই কথা বারবার বলা হবে
আমাদের এ সবে অভ্যাস গড়ে গেছে
একদম স্বাভাবিক সব, নতুন কিছু নয় ।
আমরা প্রতিদিনের মত সংবাদপত্র খুলে খুলে দেখি
খুনী পুরুষ, পোড়া নারী, যৌতুকে পিটিয়ে ছাল তোলা জামাই শাশুড়ি
চরের ওপর অপেক্ষারত লঞ্চডুবীর চারশ স্বজন
আমরা ধর্ষণ পড়ি, গ্যাং রেপের গল্প করি
প্রতারকদের দিয়ে চলছে এখানে নিয়মিত কোটি মানব ধর্ষণ ।
বিব্রত নারীর মুদ্রা
থানা পুলিশের ভাষ্য মোতাবেক
এই মৃতার নামে কোন অভিযোগ নেই ।
মৃতার শরীরের ভেতরে একটা শিশু ছিল
আদমশুমারীর ড্যাটায় এমন কোন তথ্য নেই ।
কাপড় খুলে পোস্টমর্টেম করার সময় লজ্জা লাগেনি তার
বুকের মাঝখানে ক্লিভেজের ভেতর ছুরি টানছিল
ডোম স্থির তাকিয়ে সোজা টেনে নামিয়ে নিয়েছিল
নারীটির ভেতর রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের কোন নজির পাওয়া যায়নি ।
পত্রিকাওয়ালারা সম্ভবত আগামীকাল কোন যোগসূত্র পেতে পারেন
মৃত নারীটির পাশে স্বামী ছিল না বলে
একলা একলা জীবন চালানোর মাঝে কোন আঁষ্টে গন্ধ বা আলামত
হয়তো তারা নতুন বা পুরাতন বা আজকেই দেখা হবে
এমন কোন পুরুষ খুঁজতে চাচ্ছেন
নারীটির নাভীর নিচে একটা মৃত শিশু ব্যতীত অসামাজিক বীর্য পাওয়া যায়নি ।
নারীটি জয় করেছে সব অপারগতা
তার শবদেহে
সে একটি গণতান্ত্রিক সমাজে অগণনযোগ্য মানুষ হিসেবে বেঁচেছিল
শিশুটি বেঁচে নেই, শিশুটি বেঁচে গেছে ।
দু মাথাওয়ালা কোন দেশের প্যাঁচানো কুন্ডুলীর ফোঁসফোঁসের মধ্যে সে থেকেছিল
শিশুটি পেটের মধ্যে কুন্ডুলী পাকিয়ে ঘুমুচ্ছে ।
সরকারী কমিশন সনদ ঘেঁটে নারীটির দুটো ভুল জন্ম তারিখ পেল
নারীটি কোন ভুল না করে পোড়া ছাই দিয়ে শিশুটির জাতীয়তা মুছে দিল
কোন অপূর্ণতা নেই আজ এই রমণীর
নারীটি জয় করেছে তার অপারগতা
শবদেহে ।
ইশতেহার
কোন জাহান্নামের দেশের রাজরানী আপনারা, ধরে বসে আছেন মাইক্রোফোন ?
অকারণে, বিভৎস মজার জন্য তৈরি এক বিশাল কলিসিয়াম
আমরা দাস আপনাদের !
আমাদের চামড়া দিয়ে আপনারা বানান জুতো !
আমরা মেজে মেজে চকচকে করি
আমাদের পোড়া মাংস দিয়ে আপনাদের বারবিকিউ হয় !
আমরা আপনাদের থালাবাটি ধুয়ে দেই
আমাদের খুলে নেয়া হাড্ডি দিয়ে আপনারা রিলে রেস দেন !
আমরা প্রভুভক্ত কুকুরের মত তুলে এনে রাখি
রাজা-রাজড়াগণ!
আমরা কৃতদাস
সবখানে থুতু ফেললে
আপনাদের ক্যাসল থুতুর সমুদ্র হয়ে যাবে
একসাথে সকলে মুতে দিলে আপনারা অ্যাকুরিয়ামে মাছের মত ভাসবেন !
আপনাদের আত্মমৈথুনরত হাত কেটে ফেললেই শেষ হয় সকলের উপর ধার্ষিক নিষ্ঠুরতা
আপনাদের ধরে ধরে সারকামসেশন করলেই কমবে যত্তসব আত্মবিজ্ঞাপন !
আপনারা ভায়াগ্রা খাচ্ছেন আর মাইক্রোফোনকে লিঙ্গভেবে উম্মাদ ঘোষণা ঘোষণা দিচ্ছেন
শুধু মজা পাবেন বলে যখন তখন আমাদের ন্যাংটো করে চেক করছেন
সেনিওরা ও সেনিওরেগণ !
দাসদাসীদের ইচ্ছে এখন আপনাদের মাইক্রোফোন আর সিংহাসনে হেগে দেয় ।
rnews