লক্ষ্মীপুর: খুনের শহর লক্ষ্মীপুরে আরো এক যুবদল কর্মী খুন হয়েছেন। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবদল কর্মী রিপন (২২) লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারি ইউনিয়নের বাইনতলা গ্রামের হেলালউদ্দিনের ছেলে। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারি ইউনিয়নের বাইনতলায়। তিনি যুবদলের কি্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসী বাহিনী শাহজাহান গ্রুপের সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে একই ইউনিয়নের কড়ইতলা এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাহান বিষয়টি নিশ্চিত করছেন।