• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন |

নূর হোসেনের বাড়ি থেকে মাইক্রোবাস ও শতাধিক বাশের লাঠি জব্দ॥ আটক ১৬

Noorঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম অপহরণ ও হত্যার প্রধান আসামি আরেক কাউন্সিলর নূর হোসেনের বাড়ি থেকে একটি মাইক্রোবাস ও শতাধিক বাশের লাঠি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা দেড়টার দিকে ওই বাড়িতে ঢাকার মালিবাগ থেকে আসা একটি ফরেনসিক দল ঢুকে। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশ, র‌্যাব ও সিআইডি যৌথভাবে এ অভিযান শুরু করে।
নারায়ণগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, বাড়ির ভেতরে নিরাপত্তা রক্ষীসহ ১৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি হাইএক্স মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫০৫১৭), শতাধিক বাশের লাঠি ও দুটি মটরসাইকেল জব্দ করা হয়।  এছাড়া আলমারী ভেঙে ওমর ফারুক নামের একজনের পাসপোর্ট ও গহনার কয়েকটি খালি বাক্স পাওয়া গেছে।
ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলাম ও সিআইডি এসপি এহসানউদ্দিন চৌধুরী উপস্থিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ