রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): বর্তমান সরকার জনগণের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তৃতীয় বারের মতো জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিদেশী বন্ধু প্রতীম দেশগুলো তাঁকে এবং তাঁর সরকারকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতার হাত বাড়িয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার চাঁন্দামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে ওই গ্রামের পুত্র বধূ লালমনিরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কুড়িগ্রাম-লালমনিরহাট জেলার সংরতি মহিলা সংসদ সদস্য-৩০২ এ্যাড. সফুরা বেগম এম.পি প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলার কৃতি সন্তান লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সাঃ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আবুল হাসেম, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ সোরওয়ার্দ্দী বাপ্পী। ওয়ার্ড আওয়ামীলীগ সাঃ সম্পাদক নূর ইসলাম মাষ্টারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আব্দুল্লাহ সরকার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ নেতা অধ্য রাশেদুজ্জামান বাবু, আবু আশরাফ নূর প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রংপুর থেকে আগত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।