• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন |

সুস্থ আছে ৮ পায়ের ছাগলছানা

goot2সিসি নিউজ: ক্রোয়েশিয়ার একটি খামারে আটটি পা নিয়ে জন্ম নেয়া ছাগল ছানাটি সুস্থ আছে।
মজার ব্যাপার হলো ছাগলছানাটির পুরুষ ও নারী উভয় অঙ্গই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীটি প্রথম সপ্তাহ টিকে থাকতে পারলে তিন বছর বেঁচে থাকতে পারে।
ছাগলছানাটির মালিক জোরান প্যাপিরাক। স্থানীয় পশুচিকিৎসকেরা বলছেন, এটা আসলে যমজ দুটি ছানা।
ছানাটি যখন জন্ম নেয়, তখন মালিক কাছাকাছিই ছিলেন। তিনি বলেন, তিনি ভেবেছিলেন যে দুটি ছানার জন্ম হচ্ছে।
তিনি আটপেয়ে ছানাটিকে অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

সূত্র : ডেইলি মেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ