• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন |

দিনাজপুরে প্রাবি সহকারি শিক্ষক সমিতির প্রতিকী অনশন

Rajjak-2
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জেলা শাখা প্রতিকী অনশন পালন ও স্বারকলিপি প্রদান করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে এই কর্মসূচী পালন করে।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের চাউলিয়াপট্টিস্থ জেলা প্রাথমিক শিক্ষা ভবনের সামনে প্রতিকী অনশন পালন করে। অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক মো. গোলাম ফারুক, সদর উপজেলা কমিটির শিক্ষক নেতা মো. সাখাওয়াত হোসেন, প্রকাশ কুমার, শাকিলা পারভীন, মনিতা নাসরিন, খানসামার রমজান আলী স্বাধীন, নিয়ামুল ইসলাম, নবাবগঞ্জের বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বিরামপুরের তৌফিকুল ইসলাম, বিরলের জুলফিকার আলী, কাহারোলের মেরাজুল ইসলাম, বোচাগঞ্জের এটিএম মেরাজ আলী, নাজমুল হুদা লিটন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা কমিটির সদস্য সচিব মো. আব্দুল লতিফ।
কর্মসূচী পালনকালে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকুরির পদমর্যাদা একই শ্রেণিভুক্ত করে, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদানসহ ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নে যথাযথ পদেক্ষপ গ্রহনের দাবী জানান।
অনশন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতি. দায়িত্ব) একেএম আনোয়ার হোসেন’র মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ