সিসি নিউজ: হিন্দু ধর্মাবলম্বীদের বসন্ত বা বুড়ীমায়ের পুঁজা আজ বৃহস্পতিবার সৈয়দপুর বাঙ্গালিপুরস্থ বুড়ীর মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মত বৈশাখ মাসের চাঁদের ৯ তারিখে ওই পুঁজার আয়োজন করা হয়। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো সনাতন ধর্মালম্বী বুড়ীমার ভক্তরা ছুটে আসে মাকে সন্তষ্ট করার জন্য ওই মন্দিরে। পুঁজা করতে আসা ভক্তদের মধ্যে উষা রানী রায় ও রঞ্জিত শীল জানান, এখানে যারা পুঁজা দিতে এসেছে তারা সবাই কোন না কোন বিপদ থেকে রা পেয়ে মানত করার এই পুঁজা দিচ্ছে। মনের বাসনা পুরন হলে আমরা মায়ের মন্দিরে এসে মাকে সন্তষ্ট করার জন্য ভোগ দেই। মন্দিরে পুরোহিত হিসেবে দায়ীত্ব পালনকারী মেওয়া লালজানান, মায়ের ভক্তরা মানত হিসেবে জীবজন্তু, পশুপাখি কিংবা ফলমুল নিয়ে আসে এখানে।