• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন |

ঠাকুরগাঁওয়ে অটোবাইক চালক নিখোঁজ

Takurঠাকুরগাঁও: গুমের ঘটনা এবার ঠাকুরগাঁওয়ে। গত ৩দিন ধরে আকতারুল ইসলাম (৩৪) নামে এক দরিদ্র অটোবাইক চালককে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাকে ফিরে পেতে দাবি করা হয়েছে ৫০ হাজার টাকা মুক্তিপণ। আর টাকা জোগাড় করতে না পেরে পরিবারের লোকজন নাওয়া খাওয়া ভুলে বিনিদ্র ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ঠাকুরগাও শহরের পাশে সালান্দর দক্ষিন মুন্সিপাড়া গ্রামের দরিদ্র বৈশাখু মহাম্মদের ছেলে আকতারুল ইসলাম । ৩ ভাই ২ বোনের মধ্যে সে ছোট। মা রহিমা খাতুন আছেন তার সংসারে। স্ত্রীর কোলে এক ছেলে ১ মেয়ে। ৩ দিন যাবত স্মামী ফিরে না আসায় স্ত্রী ময়না বেগম ও বৃদ্ধা মা নাওয়া খাওয়া ভুলে কান্নায় বুক ফাঁটিয়ে দিচ্ছেন।

গত মঙ্গলবার ৬ মে সকালে প্রতিদিনের মতো মহাজনের অটোবাইক নিয়ে বের হয়েছিল আকতারুল। অন্যান্য দিনে দুপুরে বাড়িতে খেতে এলেও সে সেদিন দুপুরে সে বাড়িতে আসেনি। সন্ধ্যায় গড়েয়া সড়কের আরাজি সিংপাড়া এলাকায় একটি ভুট্টা ক্ষেতের পাশে আকতারুলের অটোবাইকটি পরিত্যাক্ত দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ আকতারুলের কোন খোঁজ দিতে পারেনি। তবে একটি মোবাইল ফোন থেকে বারবার রিং দিয়ে কে বা কারা আকতরুলের ঘনিষ্ঠ এক আত্মীয়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে আসছে। টাকা না পেলে তার লাশ উপহার দেবে বলে হুমকি দিচ্ছে তারা । তবে ওই ফোন নাম্বারটি অধিকাংশ সময়ে বন্ধ থাকছে। পুলিশ তার কোন হদিশ করতে পারেনি।

এলাকার লোকজন জানান , আকতারুলের কোন শত্রু নেই। জমি জমা বা টাকা লেনদেন নিয়ে কারো সাথে কোন বিবাদ নেই। সে অতি দরিদ্র পরিবারের সন্তান এবং তাকে গুম করার ঘটনা রহস্যজনক। এ ব্যাপারে পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, তাকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। শীঘ্রই আকতারুল গুমের রহস্য বের করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ