• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন |

খানসামায় জোনাব-আছিয়া ফাউন্ডেশনের উদ্বোধন

Khansama
সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার প্লান বাজারস্থ হাজী জোনাব শাহ-আছিয়া ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে মরহুম হাজী জোনাব শাহ’র সহধর্মীনি হাজী আছিয়া বেগম ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ফতেজংপুর ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, আ’লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, সাবেক ব্যাংকার আজিজুল ইসলাম, ব্যবসায়ী জয়নাল আবেদীন শাহ, গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, ব্যবসায়ী জামাল হোসেন, আ’লীগ নেতা আইনুল হক শাহ, সাংবাদিক নুর হোসেন, সমাজসেবক হাজী আব্দুল জব্বার শাহ ও আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদীন শাহ জানান, ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শুক্রবার দুঃস্থ ও অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। সৈয়দপুরের বিশিষ্ট হোমিও প্যাথিক চিকিৎসক মোহাম্মদ ওবায়দুল্লাহ এ কার্যক্রমটি পরিচালনা করবেন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দপুর মহাবিদ্যালয়ের প্রভাষক কামাল হোসেন সিসি নিউজকে জানান, আগামীতে এ ফাউন্ডেশনের উদ্যোগে খানসামা উপজেলার এসএসসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ