ঢাকা: সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে সচিবালয়ে আসেন। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি না হয়ে বলেন, ‘আমার জন্য আপনারা দোয়া করবেন।’
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জামাতা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমি কোনো কথা বেলতে চাই না।’
এর আগে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত হননি তিনি। এমনকি তিনি সচিবালয়ে তার কার্যালয়েও আসেননি। মন্ত্রী বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।