সিসি নিউজ: অপসংস্কৃতির দাপটে দেশজ সংস্কৃতির দৈনদশার উদ্বেগ প্রকাশ করে দেশজ সংস্কৃতির প্রসার ও লালন করার অঙ্গীকার নিয়ে সৈয়দপুরের শিল্পীরা জোটবদ্ধ হয়ে সৈয়দপুর শিল্পী গোষ্ঠী নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির এর সভাপতিত্বে সার্গাম সংগীত বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভা ওই কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন শিল্পী জাহেদুল ইসলাম, শাহানা বেগম, অর্পিতা, তাজ, সুফিয়া রহমান, মবুল ও রোবায়তুর রহমান। শিল্পীদের সর্বসম্মতিক্রমে ওস্তাদ জান্নাতুল ইসলাম কবিরকে সভাপতি ও শেখ রোবায়তুর রহমানকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহানা বেগম, সহ-সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক মীর আনোয়ার আলী মবুল, কোষাধ্য সুফিয়া রহমান, কার্যকরী সদস্য-জাহেদুল ইসলাম জাহিদ, নিরোদ কুমার, বেনতুনশান বিনু, অর্পিতা গোস্বামী ও ফারজানা খানম বিউটি।