• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ অপরাহ্ন |

সৈয়দপুর পৌরসভার জবাবদিহিতামূলক অনুষ্ঠান “আপনার প্রশ্ন”

Saidpur Purosovaশাহজাহান আলী, সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নিয়মিত জবাবদিহিতামূলক অনুষ্ঠান “আপনার প্রশ্ল” অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌর মেয়রের অভ্যর্থনা কক্ষে পৌর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সৈয়দপুর কেবল টিভি নেটওয়ার্ক এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পৌরবাসী তাদের নানা সমস্যার কথা মোবাইলে সরাসরী পৌর মেয়রের কাছে জানান। বরাবরের মত পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার প্রশ্নের জবাব দেন। অনেক ক্ষেত্রে প্রশ্নকারীর সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকেও এই অনুষ্ঠানে নাগরিকদের প্রশ্লের জবাদ প্রদান করতে হয়েছে। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত প্রায় ৫৭ জন প্রশ্নকারী পৌরবাসীর জবাব দেয়া হয়। এসময় পৌর পরিষদের ১৫ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ সৈয়দপুর কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী পারভেজ আলম লিটন উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর চলাকালে পৌর মেয়র পৌরবাসীকে পৌর পরিষদের গৃহিত বিভিন্ন কর্মসূচীর কথা জানান। এর মধ্যে রয়েছে, টাউন হল ভেঙ্গে সে স্থানে গরীব মানুষদের ছেলে-মেয়েদের বিবাহ অনুষ্ঠান সাশ্রয়ে সম্পন্ন করানোর জন্য একটি আধুনিক কমিউনিটি সেন্টার গড়ে তোলা, দেশের দ্বিতীয় মসজিদের শহর সৈয়দপুরের সকল মসজিদে যেন একই ধারায় আযান দেয়া হয় সেজন্য মুয়াজ্জিনদের প্রশিক্ষনের ব্যবস্থা করা, শহরের প্রধান প্রধান সড়কগুলোতে আগামী বর্ষার আগেই ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, পৌর সবজি আড়ৎ তথা হাট দ্রুত বাস্তবায়ন করাসহ জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা। পৌর মেয়রের এ কার্যক্রমকে পৌরবাসী অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে নিজ বাড়িতে বসে সমস্যা ব্যক্ত করে তার সমাধান পাওয়ার ক্ষেত্রে আশ্বাস পাওয়াকে সাধুবাদ জানিয়েছে। তারা পৌর মেয়রের দেয়া প্রতিশ্রুতি স্বল্পতম সময়ে কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ