আকতার হোসেন বকুল, হিলি: হিলি স্থল বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের ট্রাক চালানে আইন বহির্ভুত ভাবে জয়পুরহাট ৩ বিজিবি র্কতৃক সিল দেওয়ার প্রতিবাদে আন্দোলনরত শ্রমিক সংগঠনের ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১ ঘন্টা ব্যাপী পানামা পোর্ট লিমিটেড গেট হতে ভারত বাংলার শুন্য রেখা পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এতে বিজিবির অধিনায়কের অপসারন সহ নানান রকমের লেখা ব্যানার পোষ্টার নিয়ে বিভিন্ন সংগঠনের জনতা অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশ গ্রহনকারি হিলি ট্রাক ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাদত হোসেন বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
অপর দিকে হিলি ইমিগ্রেশন ওসি মো: খাজামদ্দিন জানায় স্থল বন্দর বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার আগের মতই স্বাভাবিক আছে।