রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে পরকিয়া প্রেমের ফাঁদে ফেলে ৪ সন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে একাধিক বিবাহিত ইউপি সদস্য হবিবর রহমান (৪৮)। ঘটনাটি ঘটেছে, বুধবার গভীর রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামে। এ ঘটনায় এলাকা জুড়ে দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, খিতাবখাঁ এলাকার বুড়িরহাট গ্রামের নছির উদ্দিনের স্ত্রী চার সন্তানের জননী মর্জিনা বেগম (৩৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল একই এলাকার মেন্দা মন্ডলের পুত্র ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হবিবর রহমান মন্ডল (৪৮) এর সঙ্গে। এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে দু’জনে নতুন করে ঘর বাঁধার আশায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, মর্জিনা ছাড়াও ইতিপূর্বে ওই ইউপি সদস্যের আরও দু’জন স্ত্রী রয়েছে এবং দু’স্ত্রীর ৫ জন সন্তান রয়েছে। এছাড়াও ওই ইউপি সদস্যের স্বভাব ভালো না হওয়ার কারণে এলাকার প্রায় এক ডজনেরও বেশী দম্পতির সংসার ভাঙ্গার খবর পাওয়া গেছে। তিনি ইউপি সদস্য হওয়ার সুবাদে এলাকার বিভিন্ন নিরীহ মানুষগুলোকে ভিজিএফ-ভিজিটি’র কার্ড ও বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে ওইসব পরিবাগুলোর সুন্দরী মহিলাদেরকে আয়ত্বে নিয়ে নেন। ফলে দীর্ঘদিন ধরে তার প্রতারনার শিকার ওই পরিবারগুলো তার বিচারের দাবি জানিয়েছেন। ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং পূর্বে থেকে তার চরিত্র খারাপ বলে তিনি এ প্রতিবেদকের কাছে মন্তব্য করেন। এ ঘটনায় মর্জিনার স্বামী নছীর উদ্দিন স্ত্রী হারিয়ে বর্তমানে চার সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বৃহস্পতিবার অবশেষে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যম কর্মীদের জানান। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এম মইনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ইউপি সদস্য হবিবর রহমান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ ছিল।