ঢাকা: সারাদেশে চলমান গুম, খুন ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে আহবান করা ১৭ মের বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম শুক্রবার বিকেল ৫টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। তিনি বলেন, সারাদেশে চলমান গুম, খুন ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় মহানগরের প্রতিটি থানায় থানায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে ১৭ মের বিক্ষোভ সমাবেশের জন্য রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ চারটি স্থানের নাম দিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তিনি এ কর্মসূচি সফল করতে মহানগরীর প্রতিটি থানার নেতাকর্মীদের প্রতি আহবান জানান। –