• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ অপরাহ্ন |

র‌্যাবের সাবেক কর্মকর্তা রানাও গ্রেপ্তার

rana_gazipur_murderসিসিনিউজ: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাবের চাকরিচ্যুত আরেক কর্মকর্তা এম এম রানাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। হাই কোর্টের আদেশের সাত দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত দেড়টার দিকে নৌবাহিনীর এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোর রাতে র‌্যাব-১১ এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফ হোসেনকেও একই এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।
তাদের মধ্যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তারেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মারার জামাতা। আরিফ হোসেনও একই বাহিনীর মেজর। আর লেফটেন্যান্ট কমান্ডার রানা নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা তিনজনই নারায়ণগঞ্জে র‌্যাব-১১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
উচ্চ আদালতের আদেশের ছয় দিন পর শনিবার ভোররাতে ঢাকা সেনানিবাস থেকে তারেক ও আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে কড়া পাহারায় দুজনকে নারায়ণগঞ্জে নিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থিত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশীদ মণ্ডল সাত হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চাইলেও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ