• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন |

রাহুল সোনিয়ার পদত্যাগপত্র প্রত্যাখ্যাত হলো

77658_1আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল ভোটে পরাজয়ের পর দলের উর্ধ্বতন দুই নেতা সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি যথাক্রমে দলীয় প্রধান ও উপপ্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্যে সোমবার দলীয় দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছিলেন। এ পত্র উপস্থাপনের পর দলের সদস্যরা তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করেন।

একইসঙ্গে সর্বসম্মতিক্রমে তাদের দুজনের প্রতি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহীতা হিসেবে পূর্বের ন্যায় আস্থা জ্ঞাপনে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

কংগ্রেসের একজন দায়িত্বশীল অমরিন্দর সিং বলেন, তারা আমাদের নেতাদের মধ্যে সেরা। এবং নির্বাচনে ব্যর্থতা মূলত একটি সামষ্টিক ব্যাপার। আমরা আমাদের ভুলগুলো স্বীকার করি। কিন্তু পদত্যাগকে কখনই সমাধান বলে মনে করি না।

ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪টি আসনে জয়লাভ করতে সমর্থ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ