• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২১ অপরাহ্ন |

কার্যালয়ের সামনে প্রথম আলো পোড়ালো বিক্ষুব্ধরা

Prothom Aloঢাকা: দৈনিক প্রথম আলো বন্ধ ও এর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর কাওরানবাজারে পত্রিকাটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বেশ কিছু ‘প্রথম আলো’ কাগজে আগুন দিয়ে বিক্ষোভ করে। এসময় পত্রিকাটি বন্ধ ও সম্পাদককে গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘ক্র্যাক প্লাটুন (সিপি)’ এর ব্যানারে শতাধিক তরুণ এই বিক্ষোভ করে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বেশ কিছু প্রথম আলো কাগজে অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে। এরপর মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সোনারগাঁ হোটেল মোড় হয়ে পেট্রোবাংলার সামনে গিয়ে তারা বিক্ষোভ শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ