• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বিক্ষোভে শংকিত পেলে

Playখেলাধুলা ডেস্ক : ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সামাজিক আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল অনুরাগীদের ভয় ধরিয়ে দিতে পারে। ফলে তারা ব্রাজিল সফরসূচি বাতিল করে দিতে পারে বলে সোমবার আশংকা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তী এ ফুটবলার। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর মত বিক্ষোভ কারীরা যদি তাদের আন্দোলন অব্যাহত রাখে তাহলে বিশ্বকাপ যে ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, ব্রাজিলগামী ২৫ শতাংশ বিদেশী এ বিক্ষোভের কারণে নিজেদের শংকার কথা জানিয়েছেন। আমার মনে হয় শেষ পর্যন্ত তারা তাদের ব্রাজিল সফলসূচি বাতিল করবে।
টুর্ণামেন্টের অনারারি এম্বাসাডরের দায়িত্বপালনকারী ৭৩ বছর বয়সী এ ফুটবল কিংবদন্তী বলেন, এটি হবে দেশটির জন্য একটি বিশাল ক্ষতি। বিশ্বকাপ শুরুর বাকি আর একমাসও নেই। আগামী ১২ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। কিন্তু এখনো গোটা ব্রাজিল জুড়ে চলছে ক্ষুব্ধ নাগরিকদের বিক্ষোভ। নাগরিক সেবাকে পাশ কাটিয়ে বিশ্বকাপের জন্য কোটি কোটি টাকার বিনিয়োগ তাদের ক্ষুব্ধ করেছে। কোন কোন বিক্ষোভ সহিংসতায় রূপ নিচ্ছে। তবে তারা বিক্ষোভকারীদের একটি ক্ষুদ্র অংশ।
বিশ্বকাপের বাকী আর মাত্র ২২ দিন বাকী থকলেও কিছু কিছু স্টেডিয়ামের ফিনিশিংয়ের কাজ এখনো শেষ না হওয়ায়ও হতাশা প্রকাশ করেন পেলে।
প্রসঙ্গত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গত বছর আয়োজিত কনফেডারেশন কাপ চলাকালে অন্তত ১০ লাখ লোক রাস্তায় নেমে ক্ষোভ জানিয়েছে। এসময় জনগণের ওই আন্দোলনের সমালোচনা করে তাদেরকে রাস্তায় না নেমে ফুটবলের প্রতি মনোযোগী হবার আহ্বান জানিয়েছিলেন ১৯৭০ সালে মেক্সিকো থেকে বিশ্বকাপ শিরোপা জয় করে নেয়া পেলে। বলেছিলেন, আরো বেশি করে স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য জনগণের দাবীর সঙ্গে আমিও একমত। তবে ‘ও রেই’ (রাজা) পেলে বলেছিলেন, দুর্নীতি ও রাজনীতির বলি কখনো ব্রাজিলের জাতীয় দল হতে পারে না। তিনি বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও চোরদের ব্যাপারে আমাদের কিছুই করার নেই। এখানে আমাদের কোন দোষ নেই। স্টেডিয়াম নির্মাণের সময় যারা চুরি করেছে তাদেরকে খেলোয়াড়রা ঐক্যবদ্ধ হয়েও কিছু করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ